পাকা তালের সুমিষ্ট স্বাদ পছন্দ করেন না, এমন মানুষ কমই পাওয়া যাবে। গ্রামবাংলার আঙিনা থেকে শহুরে রান্নাঘর- যেখানেই হোক, তাল মানেই ভিন্ন স্বাদের এক উৎসব। তাল দিয়ে তৈরি নানা স্বাদের পিঠা তো খাওয়া হয়ই, মিষ্টি এই ফল দিয়ে তৈরি করা যায় পায়েসও। ঘরে অতিথি এলে বা আপনজনদের জন্য বিশেষ কিছু বানাতে চাইলে তালের পায়েসের জুড়ি মেলা ভার।
চলুন জেনে নেওয়া যাক, তালের পায়েস তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
পোলাওর চাল- এক মুঠো
ঘন দুধ- আধ লিটার
জ্বাল দেওয়া তালের রস- ৫ টেবিল চামচ
চিনি- পরিমাণ মতো
কাজু বাদাম ও কিশমিশ- পরিমাণ মতো
ঘি- ১ টেবিল চামচ
কনডেন্স মিল্ক- স্বাদ অনুযায়ী।
যেভাবে তৈরি করবেন
রান্নার পাত্রে ঘি দিয়ে পায়েসের চাল হালকা ভেজে নিন। এবার তাতে দুধ দিয়ে ফুটিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে বাকি দুধ, তালের রস, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে রাখা চাল দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে তাতে কনডেন্স মিল্ক, কাজু বাদাম, কিশমিশ দিয়ে নামিয়ে নিন।
চাইলে গরম গরম খেতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে ঠান্ডা করে খেলে বেশি সুস্বাদু লাগে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন