প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের সবকটি স্থল ও নৌবন্দর এবং বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং) জোরদার করা হয়েছে। ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ভারতসহ যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সেসব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কবার্তা জারি করে একটি সংবাদবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রয়োজন ছাড়া ওইসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এবং কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, প্রায় দেড় বছর পর বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৮১ থেকে ৯০ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন