ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৬:১৩ পিএম
এডিস মশা। ছবি- সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাটি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

এ সময়ের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা হলো, চট্টগ্রাম বিভাগ: ৭৮ জন, ঢাকা বিভাগ: ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৩৬ জন, খুলনা বিভাগ: ৩৫ জন, রাজশাহী বিভাগ: ৩১ জন, রংপুর বিভাগ: ৫ জন, ময়মনসিংহ বিভাগ: ৪ জন, সিলেট বিভাগ: ২ জন।

চলতি বছরের শুরু থেকে বুধবার (৯ জুলাই) পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

এর মধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। অন্যান্য মৃত্যুর পরিসংখ্যান নিম্নরূপ, বরিশাল বিভাগ: ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৫ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগ: ৪ জন করে মোট ৮ জন, রাজশাহী বিভাগ: ২ জন, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ: ১ জন করে মোট ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেছে।