দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ। ফলে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০২ জনে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া দুজনের একজন রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এবং অন্যজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহতদের বয়স যথাক্রমে ২৭ ও ১৬ বছর।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৩৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ হাজার ২২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে সর্বাধিক সংক্রমণ ও মৃত্যু হয়েছে। ওই মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৭৬ জনের মৃত্যু হয়।