বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:০১ পিএম

ডিপফেক ছবি তৈরির তালিকায় শীর্ষে কোন দেশ?

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০১:০১ পিএম

ডিপফেক ছবি তৈরির তালিকায় শীর্ষে কোন দেশ?

ছবি: সংগৃহীত

বর্তমানে তথ্য-প্রযুক্তির এই যুগে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই জনজীবনে যেমন উপকার করেছে, তেমনি ডেকে এনেছে ভয়াবহ ঝুঁকি। যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডিপফেক ছবি বা ভিডিও। ইতোমধ্যে এর শিকার হয়েছেন হাজারো মানুষ। যাদের মধ্যে সিংহভাগ নারী। এই ডিপফেক এর মাধ্যমে মূলত নারীদের কুরুচিকর ফটো তৈরি করে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করা হয়।

তবে জানেন কি এই এআই ব্যবহার করে কোন দেশ সবচেয়ে বেশি ডিপফেক ছবি তৈরি করেছে? জানা গেছে, এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেটিভ এআই ব্যবহার করে প্রায় ১.৮ কোটি ডিপফেক ছবি তৈরি করেছে। এই ওয়েবসাইটগুলোর ব্যবহারকারী সংখ্যা সেখানে প্রায় ৫.৯৭ কোটি।

তবে যুক্তরাষ্ট্রের পরেই এই ডিপফেক ইমেজ তৈরির তালিকায় রয়েছে ভারত। যেখানে প্রায় ২.৪৫ কোটি ব্যবহারকারী এসব ওয়েবসাইট ব্যবহার করেন। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে জাপান (১.৮ কোটি), চতুর্থ স্থানে রাশিয়া (১.৭৫ কোটি), এবং পঞ্চম স্থানে জার্মানি (১.৬৮ কোটি)।

তবে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারতকে দেখে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু অবাক হওয়ার কারণ নেই। প্রায় প্রতিদিনই এই ধরণের অপরাধের খবর উঠে আসে। বলিউডের বড় তারকা—ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানা, কাজল—এমনকি অনেক জনপ্রিয় অভিনেত্রীও ডিপফেকের শিকার হয়েছেন।

সূত্রের দাবি, প্রায় ৮০% ব্যবহারকারী স্মার্টফোন দিয়ে এসব সাইটে প্রবেশ করেন। ছবি আপলোড করার পর, সেই ছবিগুলো যৌনতামূলক বা কুরুচিকর রূপ দিয়ে ভাইরাল করা হয়।

চলতি বছরে রিপোর্ট অনুযায়ী, ডিপফেক তৈরি করা ৪১টি সাইটের মধ্যে অর্ধেকের বেশি নতুনভাবে চালু হয়েছে। এ কারণে সাইবার বিশেষজ্ঞরা ক্রমাগত পদক্ষেপ নিচ্ছেন এবং সবাইকে সতর্ক করছেন। এআই যে মানুষের জীবনে বড় প্রভাব ফেলছে, তা স্পষ্ট। কিন্তু এর সঠিক ব্যবহারে সচেতন না হলে, এর অপকারিতা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।

আরবি/এফআই

Link copied!