ভারতের জাতীয় ক্রিকেট দলের জার্সির প্রধান স্পনসর হিসেবে যুক্ত হচ্ছে অ্যাপোলো টায়ার্স। এক নাটকীয় প্রতিযোগিতার পর ৫৭৯ কোটি টাকার বিশাল অঙ্কের চুক্তিতে তারা ২০২৭ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সির স্পনসরশিপের দায়িত্ব পেল।
দেশের অন্যতম বৃহৎ এই টায়ার প্রস্তুতকারক সংস্থাটি ক্যানভা এবং জে কে সিমেন্টস-এর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এই চুক্তি জিতে নেয়।
ক্যানভা বিড করেছিল ৫৪৪ কোটি টাকা, যেখানে জে কে সিমেন্টস ৪৭৭ কোটি টাকায় থেমে গিয়েছিল। তবে অ্যাপোলো টায়ার্সের রেকর্ড ব্রেকিং অফার তাদের এই দৌড়ে এগিয়ে দেয়।
ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত এই তিন বছরের চুক্তিতে থাকছে মোট ১৪২টি ম্যাচ, যার মধ্যে ১২১টি দ্বিপাক্ষিক ম্যাচ এবং ২১টি আইসিসি টুর্নামেন্ট। এই চুক্তির ফলে প্রতি ম্যাচে স্পনসরশিপের খরচ পড়ছে প্রায় ৪.৭৭ কোটি টাকা।
বিসিসিআই দ্বিপাক্ষিক ম্যাচের জন্য ৩.৫ কোটি এবং আইসিসি ম্যাচের জন্য ১.৫ কোটি টাকার বেস প্রাইস নির্ধারণ করেছিল। সেই তুলনায় অ্যাপোলো টায়ার্সের অফার সত্যিই নজরকাড়া।
এর আগে স্পনসর 'ড্রিম ১১' প্রতি ম্যাচের জন্য বিসিসিআইকে ৪ কোটি টাকা করে দিত। জানা গিয়েছে, অ্যাপোলো টায়ার্স প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা করে দেবে।
যদিও এই চুক্তি ২০২৭ সাল পর্যন্ত হলেও, এটি কবে থেকে কার্যকর হবে তা এখনো জানা যায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন