হোয়াটসঅ্যাপের লিংক প্রিভিউ সুবিধা কাজে লাগিয়ে অন্যদের পাঠানো লিংকযুক্ত যেকোনো বার্তার প্রিভিউ দেখা যায়। অর্থাৎ ওয়েবসাইটের লিংকের সঙ্গে শিরোনাম ও ছবি দেখা যায়। ফলে ওয়েবসাইটে প্রবেশ না করেও লিংকে থাকা তথ্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
তবে কখনো কখনো হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ কাজ করে না। তখন অন্যদের পাঠানো ওয়েবসাইটের লিংকের প্রিভিউ দেখা যায় না, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ কাজ না করলে সেটি চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করার পর সেটিংস থেকে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পেজে স্ক্রল করে অ্যাডভান্সড অপশন নির্বাচন করতে হবে।
এরপর ডিজঅ্যাবল লিংক প্রিভিউয়ের পাশে চালু থাকা টগলটি বন্ধ করলেই অন্যদের পাঠানো ওয়েবসাইটের লিংকের প্রিভিউ দেখা যাবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন