বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১১:০৭ এএম

একবার চার্জে ১০০ ঘণ্টা চলবে ইয়ারবাড

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১১:০৭ এএম

একবার চার্জে ১০০ ঘণ্টা চলবে ইয়ারবাড

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংস্থা বোট নতুন একটি ইয়ারবাড আনছে বাজারে। বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১০০ ঘণ্টা পর্যন্ত।

বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে ইন-ইয়ার ডিজাইন রয়েছে। মাল্টিপয়েন্টে কানেক্টিভিটি রয়েছে এই ডিভাইসে। অর্থাৎ দুটো ডিভাইসের মধ্যে এই ইয়ারবাডস সুইচিং করা যাবে ইয়ারফোন বন্ধ না করেই, চালু থাকা অবস্থায়।

ইয়ারবাডসে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে। এই ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের ড্রাইভার্স। এর পাশাপাশি পাওয়া যাবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট।

গুগল ফাস্ট পেয়ার ফিচারের সাপোর্ট থাকার ফলে বোটের এই ইয়ারবাডস খুব সহজে উপযুক্ত ডিভাইসের সঙ্গে এই ইয়ারফোন সংযুক্ত করা যাবে। কোয়াড মাইক্রোফোন রয়েছে এই ইয়ারবাডসে। এই ইয়ারবাডসে রয়েছে ইন-ইয়ার ডিটেকশন ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ইউজার কানে ইয়ারবাডস লাগানোর সময় বা খোলার সময় প্লেব্যাক চালু এবং বন্ধ হবে।

বোট নির্ভানা ক্রিস্টাল ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ডিভাইস চালু থাকবে প্রায় ২২০ মিনিট পর্যন্ত। প্রতিটি ইয়ারবাডসে ৭০ এমএএইচের ব্যাটারি রয়েছে। এ ছাড়া ইয়ারবাডসের চার্জিং কেসে রয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি।

এটি একটি স্প্ল্যাশ এবং সোয়েট প্রুফ ডিভাইস। অর্থাৎ ওয়ার্ক আউট করার সময় অনায়াসে ব্যবহার করা যাবে এই ইয়ারবাডসে। বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে কথা বলার সময়েও ব্যবহার করতে পারেন এই ইয়ারফোন। পানি এবং ঘামে সহজে নষ্ট হবে না ডিভাইস।

ব্লেজিং রেড, ইয়েলো পপ এবং কোয়ান্টাম ব্লাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে বোটের নতুন ইয়ারবাডস। বোটের নতুন ইয়ারবাডসের দাম ভারতে ২ হাজার ৪৯৯ রুপি, খুব শিগগিরই আমাদের দেশে আসবে বলে আশা করা যায়। অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কিনতে পারবেন। সূত্র: গ্যাজেট ৩৬০

আরবি/এসআর

Link copied!