চাঁদ ও মঙ্গলগ্রহে ভবিষ্যৎ মহাকাশ অভিযানে চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।
দীর্ঘ সময়ের মহাকাশ অভিযানে অনেক সমস্যার মুখে পড়তে হয় নভোচারীদের। আর এই এআই টুলটি মহাকাশচারীদের পৃথিবী থেকে দূরে থাকার সময় চিকিৎসা সংক্রান্ত সমস্যা নির্ণয় ও চিকিৎসা করতে সাহায্য করবে।
নাসার ‘আর্টেমিস প্রোগ্রাম’-এর অংশ হিসেবে ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনকে সামনে রেখে এই প্রযুক্তি উন্নয়নের কাজ চলছে। এর জন্য গুগলের সহায়তায় তৈরি করা হয়েছে একটি ডিজিটাল মেডিকেল সহকারী- ‘ক্রু মেডিকেল অফিসার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট (CMO‑DA)’।
এটি একধরনের ‘ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম’, যা মহাকাশযানেই স্বয়ংক্রিয়ভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে সহায়তা করতে সক্ষম।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশ সংশ্লিষ্ট সাহিত্য ও তথ্য দিয়ে প্রশিক্ষিত এই এআই সিস্টেম অত্যাধুনিক প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ ও মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে ক্রুদের স্বাস্থ্য ও কর্মক্ষমতার বাস্তব সময় বিশ্লেষণ করতে পারে।
প্রাথমিক ফল ইতিবাচক হিসেবেই দেখা হয়েছে। নাসা ও গুগল বর্তমানে চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তির আরও পরীক্ষা ও উন্নতকরণের কাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, ‘চাঁদ বা মঙ্গলগ্রহের মতো গভীর মহাকাশ অভিযানে যোগাযোগের জন্য বেশি সময় লেগে যায়। উদাহরণস্বরূপ, মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে বার্তা আদান-প্রদান করতে সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, যা চিকিৎসা বা পরামর্শ দিতে প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে একটি অনবোর্ড এআই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহাকাশচারীদের জন্য বড় সহায়ক হতে পারে। এমনকি এই প্রযুক্তি ভবিষ্যতে পৃথিবীর দূরবর্তী ও দুর্গম এলাকায়ও চিকিৎসাসেবা প্রদানে কার্যকর হতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন