দুর্নীতি দমন কমিশন (দুদক) ১০১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
দুদকের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি পদে নারী-পুরুষ উভয় প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে। নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে এবং কর্মস্থল হবে ঢাকায়।
যোগ্যতা ও শর্ত
বয়সসীমা: ২০২৫ সালের ১ সেপ্টেম্বর তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের ৩০০×৩০০ পিক্সেলের ছবি ও ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে।
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা জমা দিতে হবে। আবেদন ফি অবশ্যই আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা।
দুদক জানিয়েছে, সময়সীমার পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন