রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই নির্দেশ দেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বিএটি বাংলাদেশের করা আপিল খারিজ করেন। তারা ঢাকার ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে জমির লিজ চুক্তি নবায়নের আবেদন করেছিলেন, যা পূর্বে হাইকোর্টও খারিজ করে দেয়।
উল্লেখ্য, বিএটি বাংলাদেশের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ১৯৬৪ সাল থেকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে জমি লিজে নিয়ে মোহাখালীতে কারখানা পরিচালনা করছে। প্রতি মেয়াদ ৩০ বছর করে ধরা হলেও সর্বমোট ৯০ বছর পর্যন্ত নবায়নের সুযোগ ছিল।
তবে সর্বশেষ মেয়াদ শেষে ক্যান্টনমেন্ট বোর্ড লিজ নবায়নে রাজি না হওয়ায়, কোম্পানিটি আদালতের দ্বারস্থ হয়।
২০২৫ সালের প্রথম প্রান্তিকে কোম্পানির মোট রাজস্ব হয়েছে ৯,৫৯৭ কোটি টাকা, যদিও সিগারেট বিক্রিতে ধস নেমেছে। নিট মুনাফা আগের বছরের তুলনায় ২৩% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩১৮ কোটি টাকায়। কোম্পানির শেয়ারের দর আজ ৫.৯৭% বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ টাকায়।
গত অর্থবছরে বিএটি বাংলাদেশ ৩০০% নগদ লভ্যাংশ দিয়েছে এবং তাদের মোট রাজস্ব ছিল ৪৩,২২১ কোটি টাকা, নিট মুনাফা ছিল ১,৭৫১ কোটি টাকা। আদালতের রায়ের পর কোম্পানির পরবর্তী করণীয় নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :