ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

অর্থ আত্মসাতের মামলায় রিমান্ডে আবুল বারকাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৬:২১ পিএম
আবুল বারকাত। ছবি- সংগৃহীত

এননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। মামলাটি তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ।

দুদক সূত্র জানায়, ১১ জুলাই আবুল বারকাতের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে সেদিন তাকে কারাগারে পাঠিয়ে আদালত রিমান্ড শুনানির জন্য ২৩ জুলাই দিন ধার্য করেন।

এর আগে, গত ১০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩ নম্বর সড়ক এলাকা থেকে আবুল বারকাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, এননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং অধ্যাপক আবুল বারকাত।

অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের (এইচডিআরসি) অবৈতনিক প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।