ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।
আসামিরা হলেন- মেহেদি হাসান(২৫), মো. রিপন (২০) ও মো. হৃদয় ইসলাম (২৪)। আসামি মেহেদি ও হৃদয়ের দুই দিন করে এবং রিপনের এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদন বলা হয়েছে, আসামিদের সঠিক নাম-ঠিকানা উদঘাটিত না হলে জামিন পেয়ে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতে মামলাটির ন্যায় বিচারে বিঘ্ন ঘটবে। আসামিরা ঘটনার সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। আসামিরা অভ্যাসগত অপরাধী। আসামিদের সঠিক নাম, ঠিকানা ও পিসি/পিআর যাচাইয়ের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী লিটনসহ অন্যদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ মে রাত ১১টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৪ মে সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :