ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৩:৫৮ পিএম
সুপ্রিম কোর্ট ভবন। ছবি- সংগৃহীত

সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদারে আইনজীবী, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

সোমবার (৪ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আইনজীবী, আইনজীবীর সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র (এ), পাসপোর্ট বা অফিসিয়াল পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এসব পরিচয়পত্র প্রদর্শনের অনুরোধও জানানো হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন বলেছে, নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে কোর্ট প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বজায় থাকে ও সব কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে।