ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

৪ উইকেট হারিয়ে চাপে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:৩১ পিএম
ছবি- সংগৃহীত

এশিয়া কাপেরে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে’তে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় এই ম্যাচ। এ দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল।

পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১ রানের মাথায় টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় বাংলাদেশ। ইমন ফিরলে ক্রিজে আসেন তাওহিদ হৃদয়।

দলীয় ২৩ রানের মাথায় দায়িত্বহীন শট খেলে নিজের উইকেট বিনিয়ে দেন হৃদয়। পরপর উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় টাইগাররা। তখনই ফর্মে থাকা আরেক ব্যাটার সাইফের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

সাইফের ফেরার পর দলীয় ৪৪ রানে আবারও উইকেট হারায় বাংলাদেশ। ৫০ রানের আগে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৯ রান। ব্যাট হাতে ক্রিজে আসে দুই নতুন ব্যাটার নুরুল হাসান সোহান ও জাকের আলী।

এর আগে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে সালমান আলী আগার দল।

পাকিস্তানের হয়ে ব্যাট হাতে এ দিন ২০ বলে ১৩ রান করেন ফখর জামান, ২৩ বলে ১৯ রান করেন সালমান আলী আগা, ২৩ বলে ৩১ রান করেন মোহাম্মদ হারিস, ১৩ বলে ১৯ রান করেন শাহীন আফ্রিদি এবং ১৫ বলে ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ।

বল হাতে টাইগারদের হয়ে ৩টি উইকেট নেন তাসকিন আহমেদ, ২টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী এবং ১টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।