ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

খায়রুল হকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ০৬:২২ পিএম
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি- সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মিথ্যা তথ্য দিয়ে রাজউকের ১০ কাঠা জমির প্লট নেওয়ায় এ মামলা করা হয়।

সোমবার (৪ আগস্ট) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, খায়রুল হক তার বিচারপতির দায়িত্বকালে ক্ষমতার অপব্যবহার করে ‘দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (অ্যালটমেন্ট অব ল্যান্ডস) রুলস, ১৯৬৯’-এর বিধি ১৩ লঙ্ঘন করে মিথ্যা হলফনামা দাখিলের মাধ্যমে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেন। পরে নিয়ম বহির্ভূতভাবে সুদ মওকুফ করিয়ে বরাদ্দের ৫ বছর পর মূল টাকা জমা দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করেন।

অভিযোগে বলা হয়, এ ঘটনায় রাজউকের তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং তারা নীতিমালার তোয়াক্কা না করে বিশেষ সুবিধা প্রদানে সহায়তা করেন।

দুদক জানায়, এ ঘটনায় প্রায় ৪ লাখ ৭৪ হাজার টাকার সুদ না দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন এবং আত্মসাতের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে।

মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন: রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ. ই. ম. গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভুইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।