ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

একযোগে ২৩০ বিচারককে বদলি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৯:৪৫ পিএম
আইন মন্ত্রণালয়ের লোগো। ছবি- সংগৃহীত

দেশের বিভিন্ন আদালতের ২৩০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বদলি করা বিচারকের মধ্যে রয়েছেন ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পর্যায়ের কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে। 

বদলি করা জেলা ও দায়রা জজদের আগামী ২৮ আগস্টের (বৃহস্পতিবার) মধ্যে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।