ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে চলাচল সীমিত করা হয়। ভবনের সামনের অংশ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এছাড়া প্রধান সড়ক থেকেই নির্বাচন কমিশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ভবনে প্রবেশের অনুমতি দিচ্ছেন না।
এদিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি বিভিন্ন গণমাধ্যমে তপশিলের ঘোষণা প্রচার করা হবে। তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন।
তপশিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখসহ মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সূচি প্রকাশ করা হবে। পাশাপাশি প্রার্থীদের আচরণবিধি, ভোটারদের উদ্দেশ্যে নির্দেশনা এবং নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন