ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

প্রায় ৫ মাস পর ট্রেন হত্যাকাণ্ডে যুবকের মরদেহ উত্তোলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৩:১৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের গাফফার আলী আকাশের মরদেহ দীর্ঘ সাড়ে ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। নিহত আকাশকে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যা করার ঘটনায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে মরদেহ উত্তোলন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউল আজম ও পিবিআইয়ের ইন্সপেক্টর মনিরুজ্জামানের উপস্থিতিতে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মে বিকালে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী আকাশ চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে খুলনাগামী ডাউন ৭১৬ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। দর্শনা হল্ট স্টেশনে নামার কথা থাকলেও জয়রামপুর রেলস্টেশনের কাছে ট্রেন থেকে ফেলে তাকে হত্যা করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল দুর্ঘটনাজনিত মৃত্যু, তবে পরবর্তীতে জানা যায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের পিতা জিন্নাত আলী ২৬ মে চুয়াডাঙ্গার দামুড়হুদা আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় ট্রেনে দায়িত্বরত জুনিয়র টিটিই লালন চক্রবর্তী, জিআরপির এসআই পারভেজ, কনস্টেবল কাদের, অ্যাটেনডেন্ট মিলন, সোহাগসহ আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, বিনা টিকিট যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার পর আকাশকে পরিকল্পিতভাবে ট্রেন থেকে ফেলে হত্যা করা হয়েছে।