বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালানোর ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এই মামলা হয়।
মামলার বাদী তহমুল ইসলাম, যিনি মাজহারুল নামেও পরিচিত, কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে। তিনি এজাহারে উল্লেখ করেছেন যে, আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ নম্বর এবং তাঁর ছোট বোন শেখ রেহানা ২ নম্বর আসামি হয়েছেন।
এছাড়া মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদসহ ১২৪ জনকে আসামি করা হয়েছে। শুধু তাই নয়, অজ্ঞাত পরিচয়ে আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে ছাত্র–জনতার মিছিলে হামলা চালানো হয়। এই হামলায় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয় এবং মামলার বাদীসহ অন্যান্যদের আহত করা হয়।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন