এক বছর পর আজ কোর্টে গড়াচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। শহিদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের ছয় বিভাগের ৬৩ জেলা, ১০টি করে বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষা বোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন, যাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন। মূলত সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন, তাই ১৬ বছরের নিচের কোনো শাটলার খেলতে পারবেন না। ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনের কথা, ‘ঊর্ধ্ব-১৬ শাটলাররাই এই টুর্নামেন্টে খেলতে পারেন। এমন নিয়ম থাকলেও আগে তা মানা হতো না। এবার আমরা যাচাই-বাছাই করেই ঊর্ধ্ব-১৬ শাটলারদের সুযোগ দিচ্ছি।’ আজ বিকাল সাড়ে ৫টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেনসহ অনেকেই উপস্থিত থাকবেন।