ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও চেলসি। দুই ইউরোপীয় জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসি নবমবারের মতো মাঠে মুখোমুখি হচ্ছে।
আগের আট দেখায় তিনবার জয় পেয়েছে পিএসজি, চেলসি জয় তুলে নিয়েছে মাত্র দুটি ম্যাচে। বাকি তিনটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
আজ (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় খেলাটি শুরু হবে।
দুই দলের প্রথম দেখা হয়েছিল ২০০৪ সালের সেপ্টেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে। সেই ম্যাচে প্যারিসে চেলসি ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয়।
তবে ফিরতি ম্যাচে দুই দল গোলশূন্য ড্র করে।
তবে সাম্প্রতিক পরিসংখ্যান চেলসির জন্য আশাব্যঞ্জক নয়। শেষ চার দেখায় একটি ম্যাচেও জয় পায়নি লন্ডনের ক্লাবটি। এর মধ্যে দুবার জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে দু-দলের একাদশ
পিএসজি একাদশ: দোনারুমা; হাকিমি, মার্কিনিয়োস, বেরালদো, মেন্ডেস; নেভেস, ভিটিনহা, রুইজ; দুয়ে, দেম্বেলে, কভারাত্সখেলিয়া।
চেলসি একাদশ: সানচেজ; গুস্তো, চালোবাহ, কোলউইল, কুকুরেয়া, রিস জেমস, কাইসেডো; পালমার, এনজো ফার্নান্দেজ, নেটো; পেদ্রো।