বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়ার সময় নেতৃত্ব দেওয়া সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান পান্নাকে (১৫৮৪) ওএসডি করা হয়েছে।
চলতি বছরের ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দৈনিক রূপালী বাংলাদেশে `বেবিচকে এখনো সেই পান্না` শিরোনামে সংবাদ প্রকাশের পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিদ বিন হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইসরাত জাহান পান্নাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বেগম ইসরাত জাহান পান্না বর্তমানে সরকারের উপসচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর পরিচালক সম্পত্তি শাখার দায়িত্ব পালন করছিলেন।

 
                            -20241018031954.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন