ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

গণপিটুনির পর পুলিশে দিল সাবেক এমপি সোহেলকে

ইসমাইল হোসেন বাচ্চু
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৯:০১ পিএম
ছবি, সংগৃহীত

নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে একজনকে আহত করায় নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে (৫৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। চুনারুঘাট থানার ওসি মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল রোববার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চুনারুঘাট পৌরসভার পাকুড়িয়া খোয়াই ব্রিজে। আটক রানা মোহাম্মাদ সোহেলকে সন্ধ্যায় সেনাবাহিনীর ক্যাপ্টেন শামিউল ইসলামের নেতৃত্বে  সেনাবাহিনী থানা থেকে তাদের হেফাজতে নিয়ে যায়।

ওসি নজরুল ইসলাম জানান, দুপুরে খোয়াই নদীর ব্রিজের ওপর যানজটে অবসরপ্রাপ্ত ওই সেনা কর্মকর্তার গাড়ি আটকা পড়লে ক্ষিপ্ত হয়ে নিজের পিস্তল থেকে গুলি ছোড়েন। এ সময় মোটরসাইকেলে থাকা পথচারী ব্যবসায়ী শাহীন আহত হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে।

সোহেল রানা সেনাবাহিনীর মেজর পদের চাকরি ছাড়েন ১৯৯৬ সালের দিকে। এর পর চলে যান যুক্তরাষ্ট্রের টেক্সাসে। পরে দেশে এসে ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেমকন গ্রুপে ব্যবসায়িক পরামর্শক পদে চাকরি নেন। জেমকনে চাকরি করার সময় তিনি পঞ্চগড়ে এ গ্রুপের কাজী অ্যান্ড কাজী টি এস্টেট উন্নয়নে কাজ করেন। একই সময়ে নিজেও চা-বাগান করার উদ্যোগ নেন। ২০১১ সালে সংশ্লিষ্ট পরিদপ্তর থেকে নিজের মালিকানায় ‘অর্গানিক অরিজিন ফার্ম লিমিটেড’ কোম্পানির নিবন্ধন নেন। তবে নিবন্ধনের পর থেকে আজ পর্যন্ত রিটার্ন কিংবা ট্যাক্স কিছুই জমা দেয়নি কোম্পানিটি। সোহেল রানার এমপি হওয়া নিয়েও আছে রহস্য। কখনো জাতীয় পার্টির নেতা ছিলেন না তিনি। গত সংসদ নির্বাচনে মোটা অঙ্কের টাকা দিয়ে তিনি জাতীয় পার্টির মনোনয়ন কেনেন।