বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:১৭ এএম

ক্যানসার আক্রান্ত ৬০ শতাংশ নারী তামাকপণ্যে আসক্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:১৭ এএম

ক্যানসার আক্রান্ত ৬০ শতাংশ নারী তামাকপণ্যে আসক্ত

ছবি: সংগৃহীত

দেশে ক্যানসারের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, এবং এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে তামাক সেবন। বিশেষ করে নারীদের মধ্যে তামাকজাত পণ্যের ব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালিত একটি গবেষণায় জানা গেছে, ক্যানসার আক্রান্ত নারীদের মধ্যে ৬০ শতাংশই জর্দা, গুল, সাদাপাতা ও অন্যান্য ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যে আসক্ত।

গবেষণায় দেখা গেছে, ক্যানসার আক্রান্ত রোগীদের মধ্যে ৪৬ শতাংশের ক্যানসারের কারণ তামাক সেবন, যার মধ্যে ধোঁয়াহীন তামাক (যেমন জর্দা এবং গুল) সেবনকারীদের সংখ্যা উল্লেখযোগ্য। পুরুষদের মধ্যে যেখানে ৭৫.৮ শতাংশ ধূমপায়ী, সেখানে নারীদের মধ্যে ৬০.৬ শতাংশ ধোঁয়াহীন তামাক ব্যবহার করছেন।

বিএসএমএমইউর গবেষক ড. মো. খালেকুজ্জামান বলেন, ক্যানসারের মধ্যে তামাক সেবনের সম্পর্ক অত্যন্ত গভীর, এবং দেশে ক্যানসারের সঠিক পরিস্থিতি জানার জন্য জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি প্রতিষ্ঠা জরুরি। দেশে ক্যানসারের ১২ শতাংশ মৃত্যু তামাক সেবনের কারণে ঘটে, এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয় ফুসফুস, শ্বাসনালি ও পাকস্থলীর ক্যানসারে।

বিশিষ্ট ডেন্টিস্ট অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী বলেন, যারা ধোঁয়াহীন তামাক ব্যবহার করেন, তাদের মধ্যে ক্যানসার হওয়ার প্রবণতা অনেক বেশি। তাদের মধ্যে মুখের ঘা বেশি দেখা যায়, যা দীর্ঘস্থায়ী হলে ক্যানসারের ইঙ্গিত হতে পারে। তিনি সতর্ক করেন, তামাকের ধোঁয়াহীন অথবা ধোঁয়াযুক্ত পণ্য সেবন, দুটি ক্ষেত্রেই শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে এবং এই ধরনের অভ্যাস কমানোর জন্য সমাজের প্রতিটি স্তরে কার্যকর উদ্যোগ নিতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!