কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) কে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত পৃথক চার আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যাহার করা চার এসপি হলেন- কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।
এদিকে, কক্সবাজারের এসপি মুহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি জব্দ হওয়া ৩ লাখ ইয়াবা বিক্রিতে জড়িত ছিলেন। এই বিষয়টি নিয়ে যুগান্তর পত্রিকায় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে এসপি রহমত উল্লাহর সংশ্লিষ্টতা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার কথা বলা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন