এবার স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোন দলগত এবং গোষ্ঠীগত চিন্তা করা হবে না সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টার ভাষ্য, দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়েই এবার স্বাধীনতা পুরস্কার দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হবে না।
রোববার (২ মার্চ) সচিবালয়ে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, ‘এরআগে র্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে। এরকমটি আর এ দেশে ঘটবে না। পুরস্কারের সংখ্যা হবে ১০-এর কম।’
এসময় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘এ বছর এমন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে, যাদের অবদান সমাজে অনন্য। যোগ্যতা থাকার পরও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি, সেসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর এই জাতীয় পুরস্কার দেয়া হবে। পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে আজকের বৈঠকে।’
তিনি আরও বলেন, ‘নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে দেশের সাহিত্য, শিক্ষাসহ রাষ্ট্র গঠনে অনন্য অবদান রাখা ব্যক্তিত্বরা পাবেন এবারের জাতীয় পুরস্কার। এর আগে এই পুরস্কার দেয়ার ক্ষেত্রে যেসব বিষয় ভাবা হয়নি এবং ভবিষ্যতেও হবে না, তারাই পাবেন এই সম্মানজনক পুরস্কার। একুশে পদকের মতো এই পুরস্কার নিয়েও কোনো সমালোচনা হবে না। শিগগিরই পুরস্কার ঘোষণা করা হবে।’