নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে সাড়া দেয়নি সৌদি আরব, তুরস্কসহ ৯টি দেশ। ঢাকায় নিযুক্ত ১৯টি দেশের মিশনপ্রধানদের সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হলেও ৯টি দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধি এতে অংশ নেননি। বাকিরা উপস্থিত থাকলেও বৈঠকটি এক ঘণ্টার মধ্যে শেষ হয়।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নিয়েছে আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
যেসব দেশ ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি: ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ এবং ওমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন