ইসি কর্মকর্তাদের টেবিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে জন্য ৪ লাখের বেশি আবেদন আটকে আছে।
চলতি বছর জুনের মধ্যে সকল আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
সম্প্রতি ইসির জারি করা মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য উঠে আসে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ০১-০১-২০১১ হতে ৩১-১২-২০২৪ পর্যন্ত ৩,৭৮,০০০ এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তারমধ্যে ক্রাস প্রোগ্রাম করে ৯৮,০৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে। 
এছাড়া, ০১-০১-২০২৫ থেকে ১৬-০৩-২০২৫ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩,০২,২৬৬টি, তার মধ্যে নিষ্পন্ন হয়েছে ১,৭৯,৯২৬টি আবেদন। 
অবশিষ্ট আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় আছে। ০১-০১-২০১১ হতে এখন পর্যন্ত ৪,০২,৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে।
এনআইডি’র কর্মকর্তাদের জুনের মধ্যে সব আবেদন নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেছেন তিনি।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি  ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। 
তবে, ভোটার তালিকা হালনাগাদ চলমান আছে যার সকল কার্যক্রম শেষ করে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন