বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৭:৪৭ পিএম

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৭:৪৭ পিএম

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর আমাদের দ্বারপ্রান্তে। জাতি এমন এক মুহূর্তে ঈদ উদযাপন করতে যাচ্ছে, যখন ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জিত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের দমন-পীড়নের অবসান ঘটিয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তি-স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারছে।

তিনি আরও বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তি ও স্বাধীনতার স্বাদ পেয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের শহীদ হিসেবে কবুল করুন। যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করি।

জামায়াত আমির বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও, তারা বিদেশে বসে এবং দেশে লুকিয়ে থাকা দোসরদের মাধ্যমে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন যাতে না হতে পারে, সে জন্য তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। পাশাপাশি দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান আরও বলেন, মানুষের মাঝে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে এসেছে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এবং ধনী-গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

তিনি বলেন, ঈদের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার বন্ধন গড়ে তুলি। সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের সাহায্যে এগিয়ে আসি এবং একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নিই।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার পক্ষ থেকে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। একই সঙ্গে আবারও আন্তরিকভাবে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

আরবি/একে

Link copied!