বৈশাখী উৎসবের অন্যতম আকর্ষণ ‘আনন্দ শোভাযাত্রা’ এবারও সেজে উঠছে নানা বর্ণিল আয়োজনে। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের অংশ হিসেবে এবার ‘মঙ্গল শোভাযাত্রা’ নতুন নামে অনুষ্ঠিত হচ্ছে, যার নামকরণ করা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।
‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই স্লোগানে এবারের আয়োজন সাজানো হয়েছে।
এবারের ‘আনন্দ শোভাযাত্রা’য় থাকছে সাতটি প্রধান মোটিফ। এর মধ্যে রয়েছে ফ্যাসিবাদের প্রতীকী মুখাকৃতির ভাস্কর্য, জাতীয় মাছ ইলিশ, কাঠের তৈরি বাঘ, ‘৩৬ জুলাই’ টাইপোগ্রাফি, শান্তির প্রতীক পায়রা, ঐতিহ্যবাহী পালকি এবং মুগ্ধর পানির বোতল।
প্রথমবারের মতো শোভাযাত্রায় যোগ হচ্ছে ১০০ ফুট দৈর্ঘ্যের একটি পটচিত্র, যেখানে গাজীর পট, বনবিবি, বেহুলা-লখিন্দর, মোগল আমল এবং ‘জুলাই বিপ্লব’-এর চিত্র তুলে ধরা হবে। বাংলা নববর্ষের সূচনার প্রেক্ষাপট তুলে ধরতে থাকছে সম্রাট আকবরকে কেন্দ্র করে তৈরি পাঁচটি, ২০ ফুট দৈর্ঘ্যের ‘আকবর সিরিজ’ চিত্রপট।
মাঝারি আকারের মোটিফগুলোর মধ্যে থাকছে সুলতানি ও মোগল আমলের ১০টি মুখোশ, ২০টি রঙিন চরকি, ৮টি তালপাতার সেপাই, ৫টি তুহিন পাখি, ৪টি বিশাল পাখা, ২০টি ঘোড়া এবং ১০০ ফুট দীর্ঘ লোকজ শিল্পনির্ভর ক্যানভাস।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন