আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনন্দ শোভাযাত্রার রুট নির্ধারণ করা হয়েছে এভাবে— ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ মোড় থেকে ইউটার্ন নিয়ে টিএসসি মোড়, শিববাড়ী ক্রসিং, রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর ঘুরে আবার টিএসসি মোড় ও চারুকলা অনুষদে এসে শেষ হবে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত প্রবেশ পথগুলো হলো:
১. ইন্টারকন্টিনেন্টাল হোটেল হয়ে শাহবাগ মোড় থেকে ডানে গিয়ে কাটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় পেরিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দেওয়া যাবে।
২. নিউমার্কেট থেকে আসা ব্যক্তিরা নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে প্রবেশ করতে পারবেন।
৩. পলাশী থেকে আসা ব্যক্তিরা নীলক্ষেত মোড় থেকে ডানে ঘুরে ভিসি বাংলো মোড়ে পৌঁছাতে পারবেন।
৪. চাঁনখারপুল ও বকশী বাজার থেকে আগত ব্যক্তিরা পলাশী মোড় হয়ে নীলক্ষেত ঘুরে ভিসি বাংলো মোড়ে প্রবেশ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব। এই উৎসব সুষ্ঠুভাবে ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
এর আগে, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গত বুধবার ঢাকা মহানগর এলাকায় অনুষ্ঠেয় বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব অনুষ্ঠান সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়েছে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন