পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ এখন উভয় সংকটে রয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) ‘ফরেন সার্ভিস ডে’ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আরাকান আর্মি একটি বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদের এড়িয়ে যেতে। তবে জাতীয় স্বার্থে অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা হতে পারে।’
প্রবাসীদের সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করে তৌহিদ হোসেন বলেন, ‘দূতাবাসের কিছু সীমাবদ্ধতা থাকলেও প্রবাসীদের আগে সেবা দিতে হবে। সবার আগে প্রবাসীদের সমস্যা সমাধান করতে হবে।’
তিনি আরও বলেন, ‘কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমাদের দেশ থেকেই প্রায় ৮০ শতাংশ সমস্যা তৈরি হয়। পরবর্তীতে এসব সমস্যা দূতাবাসগুলোকে মোকাবিলা করতে হয়। যদি প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো যায়, তাহলে প্রবাসীদের সমস্যা যেমন কমবে, তেমনি দূতাবাসগুলোর ওপর চাপও হ্রাস পাবে।’
রেমিট্যান্স বিষয়ে তিনি বলেন, ‘১৯৮০-এর দশকে দেশের রপ্তানি আয় ছিল এক বিলিয়ন ডলার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ বিলিয়ন ডলারে, যেখানে দূতাবাসগুলোর ভূমিকা কিছুটা হলেও রয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও এক কোটি প্রবাসী দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।’
মুক্তিযুদ্ধের সময় ফরেন সার্ভিসের অবদান স্মরণ করে তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৮ এপ্রিল ফরেন সার্ভিসের ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে কলকাতায় বাংলাদেশ সরকারের ডেপুটি হাইকমিশন গঠন করা হয়। মুক্তিযুদ্ধে বৈশ্বিক জনমত গঠনে তারা সেখান থেকেই কার্যক্রম শুরু করেন।’
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন