জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষমতা পেয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আগে অধিকতর জটিল এই আবেদন নিষ্পত্তির ক্ষমতা ছিল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি মহাপরিচালকের।
মঙ্গলবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) জানায়, এখন পর্যন্ত চার লাখ এনআইডি সংশোধন সংক্রান্ত আবেদন ঝুলে আছে। অধিকতর জটিল এই আবেদন মাঠ পর্যায়ে নিষ্পত্তির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই জেলা নির্বাচন কর্মকর্তারা ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে নিষ্পত্তি করছেন। কিন্তু কাজের গতি কম।
সম্প্রতি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে যেসব আবেদন তারা নিষ্পত্তি করতে পারবেন না, শুধু সেগুলোই এনআইডি মহাপরিচালককে ফরওয়ার্ড করতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন জটিলতার ধরন অনুযায়ী ‘ক’ থেকে ‘ঘ’ ক্যাটাগরি পর্যন্ত আবেদন ভাগ করে নিয়ে নিষ্পত্তি করে থাকে। এ ক্ষেত্রে আগামী জুন মাসের মধ্যে ঝুলে থাকা সব আবেদন নিষ্পত্তির লক্ষ্য নিয়ে এগুচ্ছে সংস্থাটি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন