বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তার কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীতে বেবিচক সদর দপ্তরে এভিয়েশন সাংবাদিকদের অংশগ্রহণে দিনব্যাপী তথ্য অধিকারবিষয়ক কর্মশালার উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

এয়ার ভাইস মার্শাল ভূঁইয়া বলেন, ‘তথ্য অধিকার আইন-২০০৯ একটি যুগান্তকারী আইন যা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শাসন ব্যবস্থায় জনসাধারণের অংশগ্রহণকে সহজতর করে।’
কর্মশালায় বক্তারা তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগ, তথ্য প্রাপ্তির পদ্ধতি এবং তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল পদ্ধতির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ ধরনের কর্মশালা কেবল জনসচেতনতা বৃদ্ধি করবে না বরং সরকারি পরিষেবায় দক্ষতা এবং জবাবদিহিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন