বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘আমরা ব্যয়ভিত্তিক নয়, লক্ষ্যভিত্তিক বাজেট তৈরির পরিকল্পনা করছি।’
বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট-সংক্রান্ত পরামর্শক কমিটির সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘খরচের মহোৎসব পালনের জন্য আগে বাজেট প্রণয়ন করা হতো। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা হচ্ছে একটি বাস্তবভিত্তিক বাজেট তৈরি করা এবং বাজেটের ন্যায় প্রতিষ্ঠা করা।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের আমলে নয়-ছয় প্রস্তাব দেশের অর্থনীতির অনেক ক্ষতি করেছে। বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে, বিভিন্ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় করাটা ঈদ পালন করার মতো ছিল।’
তিনি আরও বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে যদি কর ন্যায্যতা প্রতিষ্ঠা করা না হয়, তাহলে সমাজে দুর্বৃত্তায়ন হয়। দুর্বৃত্তরা ক্ষমতায় আসে এবং তারা অরাজক পরিস্থিতি তৈরি করে।’
উপদেষ্টা বলেন, ‘২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছি। এ ছাড়া ট্রাম্পের পাল্টা শুল্কে রপ্তানি বাণিজ্য ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে খুব বেশি কথা শুনতে পাই না।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন