সুপ্রিম কোর্টে জামায়াতের সাবেক নেতা এবং সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ মে) সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিকী। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।
ছিলেন বিএনপির আইনজীবীরাসহ সাধারণ আইনজীবী ও তার দীর্ঘদিনের সহকর্মী ও সর্বস্তরের মানুষ। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অ্যার্টনি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা।
আব্দুর রাজ্জাকের মৃত্যুতে অর্ধবেলা বন্ধ রাখা হয় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ।
বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন রাজ্জাকের পরিবার।
এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ৪ মে বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারি আইনে তার অসামান্য দক্ষতার কারণে তিনি দেশ-বিদেশে সমাদৃত ছিলেন।
আপনার মতামত লিখুন :