ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

রাজধানীতে আ.লীগের হ্যাপিসহ গ্রেপ্তার ৪

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:২৪ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৬ মে) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।

বুধবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি (৪০), ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো. মাহবুব আলম (৫৩), কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাগর (৩২) এবং মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২)।

ডিবি সূত্র জানায়, ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করা হয় ডিবি ওয়ারী বিভাগের একটি টিমের অভিযানে।

কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার হন যুবলীগ নেতা আজিম মো. মাহবুব আলম, অভিযানে অংশ নেয় ডিবি লালবাগ বিভাগ।

একই দিন ইসলামপুর এলাকা থেকে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগ।

বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছাত্রলীগের আরেক নেতা তানজিম রহমান আকাশ দেওয়ানকে। এ অভিযান চালায় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।

ডিবির ভাষ্য, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও উসকানিমূলক কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে ডিবি।