উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইঞ্জিনিয়ার্স ডে-২০২৫ উদযাপিত হয়েছে। ।
বুধবার( ৭ মে ) সন্ধ্যায় বেবিচকের প্রধান প্রকৌশলীর দপ্তরের উদ্যোগে সংস্থাটির সদর দপ্তরের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মনজুর কবির ভূঁইয়া বলেন, আজ আমরা এখানে এক অনন্য উপলক্ষ্যে একত্রিত হয়েছি। এই দিনটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি প্রকৌশলীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি প্রতীক, তাদের শ্রম, মেধা ও নিষ্ঠার প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের একটি সুযোগ। তারা স্বপ্ন দেখেন, পরিকল্পনা করেন, নকশা তৈরি করেন, আর দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে সে স্বপ্নকে বাস্তবে রূপ দেন।
তিনি বলেন, বেবিচক সৌভাগ্যবান, কারণ এখানে রয়েছে একদল দক্ষ, নিষ্ঠাবান এবং অভিজ্ঞ প্রকৌশলী—যাদের অবদানের ফলেই আজ দেশের বিমানবন্দরগুলো আধুনিকতা ও নিরাপত্তার এক নতুন স্তরে পৌঁছেছে। বিশেষ করে দৃশ্যমান অবকাঠামো উন্নয়নে তাদের অবদান সত্যিই প্রশংসনীয়। টার্মিনাল, রানওয়ে, এটিসি টাওয়ার, ফায়ার স্টেশন থেকে শুরু করে নিরাপত্তা ও নেভিগেশনের আধুনিকীকরণে তাঁদের নিরলস প্রচেষ্টা আমাদের বিমান চলাচল ব্যবস্থাকে করেছে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন।
বেবিচক চেয়ারম্যান বলেন, ভবন তথ্য মডেলিং (বিআইএম) এর মাধ্যমে ডিজিটাল নকশা ও কার্যক্রম মনিটরিং, স্মার্ট টার্মিনাল সিস্টেম, উন্নত লাগেজ পরিচালনা ব্যবস্থা , স্বয়ংক্রিয় যাত্রী প্রবাহ ব্যবস্থাপনা, এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং কন্ট্রোল সিস্টেম, এবং বিমানবন্দর ব্যবস্থাপনা সফটওয়্যার-এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ প্রকৌশলীদের সৃজনশীলতা ও দক্ষতার এক উজ্জ্বল উদাহরণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ জাকারিয়া হোসেন। এছাড়া, আরও বক্তব্য রাখেন বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দররের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।
ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষ্যে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
       -20251031164129.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন