অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন টার্মিনাল পরিদর্শন করেন।
সরকারের তিন উপদেষ্টা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। তারা ২০২৫ সালের শেষে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার আশ্বাস দেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপদেষ্টারা টার্মিনাল পরিদর্শন করে সিভিল এভিয়েশন অথরিটির সম্মেলন কক্ষে বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প সম্পর্কিত একটি প্রেজেন্টেশনে অংশ নেন। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী অনলাইনে প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেন।
এ ছাড়াও প্রেজেন্টেশনে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :