প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে গেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি-৫ এ যান।
আজ দিনভর চট্টগ্রাম ও হাটহাজারীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ড. ইউনূস। সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা সর্বপ্রথম বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখবেন। তাকে চলমান কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে ব্রিফিং দেবেন বন্দর কর্মকর্তারা।
বন্দর-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লালদিয়া টার্মিনাল এবং এনসিটিতে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে আলোচনা প্রক্রিয়াধীন। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সফর বন্দর উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দর সফর শেষে ড. ইউনূস সার্কিট হাউসে নগরীর জলাবদ্ধতা, সড়ক উন্নয়ন এবং স্বাস্থ্য খাতসংক্রান্ত বিষয়ে একাধিক ব্রিফিং ও আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন।
তিনি কালুরঘাট নতুন সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন সার্কিট হাউস প্রাঙ্গণেই। কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত বোয়ালখালী ও পটিয়া উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেতু বাস্তবায়নে প্রধান উপদেষ্টার উপস্থিতি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিনে বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন তিনি।
সন্ধ্যা ৬টায় তিনি চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা হবেন এবং রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।