বরিশালের বাকেরগঞ্জে চাঁদা না দেওয়ায় কোচিং সেন্টারে হামলার ঘটনায় আহত হয়েছেন এক শিক্ষিকা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শিক্ষিকা নীলিমা আক্তার (৫১) জানান, চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ডাকুয়া দীর্ঘদিন ধরে তার কোচিং সেন্টার থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাকিরের নেতৃত্বে ২০–২৫ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে কোচিং সেন্টারে হামলা চালায়। তারা লাঠিসোটা দিয়ে পিটিয়ে তাকে এবং আরও কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীকে আহত করে।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা চেয়ার, বেঞ্চ, ফ্যান, কম্পিউটার ভাঙচুর করার পাশাপাশি অফিসিয়াল ক্যাশ থেকে টাকা লুট করে নিয়ে যায়। আহতদের প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নীলিমা আক্তারের অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় মামলা (মামলা নং-১৯) করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বরিশাল থেকে আহত অবস্থায় ওই শিক্ষিকাকে ঢামেকে আনা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।