ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

হিউম্যান এইড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১১:১২ পিএম
হিউম্যান এইড ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়। ছবি- রূপালী বাংলাদেশ

সামাজিক ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে ‘হিউম্যান এইড ফাউন্ডেশন’—যেখানে স্থানীয়রা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা পেয়েছেন।

ফ্রি মেডিক্যাল সেবা প্রদান করেন, এমবিবিএস (রাজশাহী) এম আর সি এস (রয়েল কলেজ অফ সার্জন, ইংল্যান্ড) পিজিটি (জেনারেল সার্জারি) যশোর ইবনেসিনা হসপিটালের আরএমও ডাক্তার তানভীর আহমেদ। 

গতকাল শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত যশোর জেলার মনিরামপুরের খাটুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠনটি।

ক্যাম্পে মোট ৬১ জন বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন এবং প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গ্রামীণ এলাকায় এ ধরনের উদ্যোগ সীমিত হওয়ায় স্থানীয়রা সুযোগটি গ্রহণ করে স্বাস্থ্যসেবা সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ক্যাম্পে উপস্থিত স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ দেয়। বিশেষ করে, যারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না তাদের জন্য এটি অনেক বড় একটি সহায়তা।

হিউম্যান এইড ফাউন্ডেশনের অন্যতম সদস্য হাসানুর রহমান বলেন, ‘গ্রামীণ এলাকায় অনেকেই প্রাথমিক চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। আমাদের উদ্দেশ্য হলো তাদের জন্য এই সুযোগ সহজলভ্য করা। মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ পাচ্ছে এবং তাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছে। আমাদের লক্ষ্য হলো স্বাস্থ্যসেবার এলাকার মানুষদেরও দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’

ফাউন্ডেশনের আর এক সদস্য তরিকুল ইসলাম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ ধরনের ক্যাম্পে মানুষ তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ পায়। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তবিবুর রহমান। তিনি বলেন, ‘আমরা ২০১৯ সাল থেকে করোনাকালীন সময় থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য সংগঠনের কার্যক্রম শুরু করি। সেই থেকে আনরা বিভিন্ন সময় রাস্তা সংস্করণ, নলকূপ বিতরণ, সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। আগামী দিনে আমরা আবাসন ও শিক্ষা খাত নিয়ে কাজ করব।’ 

তিনি আরও বলেন, ‘গতকাল আমাদের খাটুয়াডাঙ্গা বাজারে প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করি।’ 

এ সময় উপস্থিত ছিলেন, মণিরামপুর দুর্বডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম, আলোছায়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কামাল হোসেন, হিউম্যান এইড ফাউন্ডেশনের সক্রিয় কর্মী হাসানুর, তরিকুল, আব্দুল্লাহ, হাবিল, ইকরামুল, হাসিব ওমর, তাজামুল ও অন্যান্য সদস্য। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলামসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।

প্রসঙ্গত, হিউম্যান এইড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। শুধু স্বাস্থ্যসেবাই নয়, সংগঠনটি বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয়।

এর মধ্যে রয়েছে অসচ্ছল পরিবারকে সহায়তা, চলাচলে অক্ষমদের হুইলচেয়ার বিতরণ, নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সেলাই মেশিন বিতরণ, দূর্যোগ ও উৎসবে ত্রাণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহ, বৃক্ষরোপণ, রাস্তা মেরামত এবং টিউবওয়েল স্থাপন।