অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার নামে হওয়া মামলার তদন্ত চলছে। নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দিয়ে তিনি বলেন, জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারাই যেন গ্রেপ্তার হয়। কেউ যেন ভোগান্তির শিকার না হয়।
রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
এরপর সোমবার (১৯ মে) ভোরে তাকে রাজধানীর ভাটারা থানা থেকে আদালতে আনা হয়। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।