আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড ও নগদ অর্থের লেনদেন বৃদ্ধি পাবে। তাই ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনের জন্য এস্কর্ট সেবা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৭ মে) নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড ও নগদ অর্থের লেনদেন বৃদ্ধি পাবে। এমতাবস্থায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানি এস্কর্ট সেবা প্রদান করবে।
এ ক্ষেত্রে মানি এস্কর্ট সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।
সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিকটস্থ থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো।
কন্ট্রোলরুমের নম্বর-
223381188
024711998৮
029619999
01920-037845
01920-037846
জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯