ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮ শ’র বেশি আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক।
সোমবার (২৬ মে) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পাঠানো এক খোলা চিঠিতে তারা এ দাবি জানান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে অথবা তা সংঘটিত হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে। একই সঙ্গে সেখানে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।’
যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও আপিল আদালতের সাবেক বিচারপতিদের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বরেণ্য ব্যক্তিরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন।
চিঠিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সাম্প্রতিক একটি বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে। স্মোটরিচ গাজার ‘সমগ্র ভূখণ্ড দখলের’, ‘শত্রুমুক্ত করার’ এবং ‘স্থায়ীভাবে থেকে যাওয়ার’ ঘোষণা দিয়েছেন। স্বাক্ষরকারীরা এই বক্তব্যকে গাজার ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় একটি সরাসরি হুমকি হিসেবে ব্যাখ্যা করেছেন।
চিঠিতে গাজার জনগণের ধ্বংস ঠেকাতে ‘জরুরি ও দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার কথা তুলে ধরা হয়েছে। এ লক্ষ্যে অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী অস্ত্রবিরতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে গাজার মানুষের জন্য ‘জরুরি, নিঃশর্ত ও বাধাহীন মানবিক সহায়তা প্রবাহ’ পুনরায় শুরু করারও দাবি জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করে। তবে চিঠিতে বলা হয়েছে, কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যকে তার দায়বদ্ধতা প্রমাণ করতে হবে।
আপনার মতামত লিখুন :