বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ১২:৩৬ পিএম

জুলাই আন্দোলনে শহীদ-আহতদের জন্য সরকারের নতুন পরিকল্পনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ১২:৩৬ পিএম

আন্দোলনত জনতা। ছবি: সংগৃহীত

আন্দোলনত জনতা। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ঢাকায় একটি করে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। তাদের জন্য এক হাজার স্কয়ার ফুট আয়তনের ২ হাজার ৬০০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, তাদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৭৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হবে। এ ছাড়াও শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা নিশ্চিতেও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আওতায় আলাদা বরাদ্দ রাখা হবে। 

অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য রাজধানীর মিরপুরের ১৪ নম্বর সেক্টরে পাঁচ একর জমির ওপর বেশকিছু ভবন নির্মাণ করা হবে। এ জন্য আগামী বাজেটে বরাদ্দ রাখা হবে এবং প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হতে পারে। 

তিনি আরও বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে বাজেটের অর্থ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে। এতে সংস্থাটি ফ্ল্যাটগুলো শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে হস্তান্তর করতে পারে। 

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই গণমাধ্যমকে বলেন, ১৪ তলাবিশিষ্ট মোট ২৫টি ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি ভবনে এক হাজার স্কয়ার ফুট আয়তনের ১০৪টি করে ফ্ল্যাট থাকবে এবং মোট ফ্ল্যাটের সংখ্যা হবে ২ হাজার ৬০০টি। 

এ সুবিধা ছাড়াও নতুন অর্থবছরের শুরু থেকেই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মাসিক ভাতা দেওয়ার পাশাপাশি এককালীন অর্থ এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ৫৯৩ কোটি টাকাও রাখা হবে। যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে দেওয়া হবে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ রয়েছে ২৩২ কোটি ৬০ লাখ টাকা।

Link copied!