আরব আমিরাতের বিপক্ষে হারের হতাশা কাটিয়ে আবারও মাঠে নামছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
আজ বুধবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের প্রথম এই ম্যাচ।
ম্যাচের আগের দিন টাইগার ক্রিকেটাররা ঘাম ঝরিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামে, বোলিং কোচ শন টেইটের অধীনে পেসাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন আরেকবার।
তবে ম্যাচের একাদশ কেমন হবে তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা, অবশেষে তরুণদের ওপর আস্থা রেখেই সাজানো হতে পারে টাইগার একাদশ।
ধারণা করা হচ্ছে, ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমের সঙ্গে পারভেজ ইমনকে। এরপর যথারীতি ব্যাটিং অর্ডারে থাকবেন লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক এবং শামীম পাটোয়ারি।
পেস আক্রমণে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদকে দেখা যেতে পারে। স্পিন বিভাগে শেখ মেহেদি এবং রিশাদ হোসেনই ভরসা বাংলাদেশের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
আপনার মতামত লিখুন :