পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করেই বিশ্রামহীনভাবে আজ থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে পাকিস্তান। সিরিজে বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না তারা।
গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। বিশেষ করে টাইগারদের পেস বোলিং আক্রমণ এবং অধিনায়ক লিটন দাসের ব্যাটিং নিয়ে প্রশংসা করেন পাক অধিনায়ক।
সংবাদ সম্মেলনে সালমান আলী আগা বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘একজনের নাম বলা কঠিন। বর্তমানে তাদের (বাংলাদেশের) পেস বোলিং নিয়ে বললে, যারা বাংলাদেশের হয়ে খেলছে তারা দারুণ পেস বোলিং করে।
আগে হয়তো একজন ছিল, এখন ৩-৪ জন ভালো ফাস্ট বোলার আছে তাদের। ফলে আমরা একজনকে টার্গেট করতে চাই না। আমরা সবাইকে নিয়েই ভাবছি।’
পেস বোলারদের পাশাপাশি বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের ব্যাটিংয়েরও ভূয়সী প্রশংসা করেছেন সালমান। তিনি যোগ করেন, ‘ব্যাটারদের মধ্যে লিটন দাস, দারুণ একজন ব্যাটার। দলের অধিনায়কও তিনি।
অধিনায়ক হিসেবে তিনি নিশ্চয়ই চাইবেন অনেক রান করে দিতে। অধিনায়ক রান না পেলে দল চাপে পড়ে যাবে।’
পুরো বাংলাদেশ দলকেই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখছেন পাকিস্তান অধিনায়ক। তার মতে, ‘আমার মনে হয় তারা দারুণ কোয়ালিটি দল। একজনের নাম নেওয়া কঠিন। দুই ডিপার্টমেন্টেই তাদের ভালো প্লেয়ার রয়েছে।
তাদের দারুণ বোলার রয়েছে যারা ম্যাচ জেতাতে পারে। ব্যাটিংয়েও তারা ভালো ব্যাটিং দল। তাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। তারা কোয়ালিটি সাইড আমরা জানি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দল খুব একটা ছন্দে না থাকলেও এবং আরব আমিরাতের মতো দেশের বিপক্ষে হারলেও, সিরিজের আগে পাকিস্তান অধিনায়ক সতর্ক।
তিনি বলেন, ‘দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের চিন্তা হচ্ছে আমরা যে রকম ক্রিকেটটা খেলতে চাই সে রকমটা খেলতে পারছি কি না।
এই সিরিজে আরও ভালো করতে পারছি কি না। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই সহজ নয়।’
আপনার মতামত লিখুন :