মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার ও ৬০০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব্রিকেন্ট অয়েল এবং ২টি হ্যামকো ব্যাটারিসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত পণ্য, আটককৃত পাচারকারীরা এবং পাচার কাজে ব্যবহৃত নৌযান সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল পরিচালনা করছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন